মোঃ রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি
আলহামদুলিল্লাহ!
আজ ০২-০১-২০২১ইং বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রিয় প্রকাশিত জাতীয় মাসিক পরওয়ানা, ২০২১ইং এর ক্যালেন্ডার ও ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে প্রকাশিত সুবহে সাদিক শ্রীমঙ্গল আল-ইসলাহ ও শহরে সম্মানিত ব্যাক্তিবর্গের হাতে তুলে দেন শ্রীমঙ্গল উপজেলা তালামীয।
মাসিক পরওয়ানা, ক্যালেন্ডার ও সুবহে সাদিক তুলে দেন শ্রীমঙ্গল উপজেলা কারী সোসাইটি এর সাবেক সভাপতি হযরত মাওলানা জনাব কাজী মনির উদ্দিন সাহেব কে। হযরত মাওলানা মুফতি আব্দুল মজিদ সাহেব কে- সভাপতি শ্রীমঙ্গল পৌর আল-ইসলাহ। হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব কে- সহকারী অধ্যাপক শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসা। হযরত মাওলানা সৈয়দ মঈনুদ্দিন সাহেব কে - সহ-সভাপতি শ্রীমঙ্গল পৌর আল-ইসলাহ। জনাব ফয়েজ উদ্দিন সাহেব কে - সাংগঠনিক সম্পাদক শ্রীমঙ্গল পৌর আল-ইসলাহ। জনাব আব্দুস সালেক সাহেব কে- অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল থানা। হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব কে- শিক্ষক মনায় উল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়। হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব কে - শিক্ষক শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসা। জনাব মসদুর রহমান মসুদ সাহেব কে - সভাপতি শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগ। জনাব আব্দুল্লাহ আল-মামুন সাহেব কে- বিশিষ্ট ব্যাবসায়িক ও আল- ইসলাহ দায়িত্বশীল। জনাব এটিএম শামসুল ইসলাম সাহেব কে- সাবেক সাধারণ সম্পাদক শ্রীমঙ্গল উপজেলা তালামীয। জনাব অহি উদ্দিন পারভেজ সাহেব কে- সহ-সভাপতি শ্রীমঙ্গল উপজেলা তালামীয। জনাব আব্দুর রহিম সাহেব কে -সাবেক সাধারণ সম্পাদক শ্রীমঙ্গল উপজেলা তালামীয।
জনাব আব্দর রহমান ত্বাকী কে- সাধারণ সম্পাদক শ্রীমঙ্গল সদর তালামীয।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তালামীযের সাবেক সহ- অফিস সম্পাদক, শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসা ছাত্র সংসদ এর সাবেক ভিপি, শ্রীমঙ্গল উপজেলা তালামীযের সাবেক সফল সভাপতি জনাব আবুল কাশেম সাহেব। মোঃ শামছুল ইসলাম সোহাগ সভাপতি শ্রীমঙ্গল উপজেলা তালামীয, সাবেক ভিপি শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসা ছাত্র সংসদ। আবু সালেহ মুসা - প্রচার সম্পাদক শ্রীমঙ্গল উপজেলা তালামীযে। আতাউল গণি খালেদ- সভাপতি শ্রীমঙ্গল কলেজ তালামীয। মোঃ নাজমুল ইসলাম - সাধারন সম্পাদক শ্রীমঙ্গল পৌর তালামীয। আব্দুস সত্তার- সহ-প্রচার সম্পাদক শ্রীমঙ্গল উপজেলা তালামীয।শামীম আহমদ সহ- প্রশিক্ষণ সম্পাদক শ্রীমঙ্গল উপজেলা তালামীয। রায়হান আহমদ- সহ-প্রচার সম্পাদক শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসা শাখা।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com