নাঈম মৃধা, বরগুনা জেলা প্রতিনিধিঃ তালতলী উপজেলার বগীর হাট বাজারে পানি উন্নয়ন বোর্ডের ভেরিবাঁধের ওপর অবৈধ ১৪৭ টি স্থাপনা (দোকান) গুড়য়ি দিয়েছে প্রশাসন। কোন প্রকার নোটিশ না দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেয়ার প্রতিবাদে ব্যবসায়ীরা সাপ্তাহিক হাট বাজার ও উপজেলা শহর থেকে জেলা শহরে পারাপারের জন্য বগী-চালিতাতলী খেয়া চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।সড়কপথ নও চলাচল বন্ধ করায় ভোগান্তির চরমে পৌঁছেছে পথচারী ও যাত্রীরা। আজ ২ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে উচ্ছেদকৃত দোকানপাট পুর্নবাসনের দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছেন ব্যবসায়ীরা।এসময়ে পুর্নবাসন না দেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছেন তারা। সরেজমিন গিয়ে জানা গেছে, বাজারের পূর্ব ও পশ্চিম পাশে পানি উন্নয়ন বোর্ডের ভেরিবাঁধের উপরে স্থাপনা নির্মাণ করে স্থানীয় খেটে সাধারণ ব্যবসায়ীরা। গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে বরগুনা ভূমি অধিগ্রহন শাখার সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামানের নেতৃত্বে প্রশাসন ভেকু মেশিন দিয়ে ১৪৭ টি স্থাপনা গুড়িয়ে দেয়। বগীর হাট বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার সিকদারের সভাপতিত্বে আজকের সমাবেশে বক্তব্য রাখেন,ছোটবগী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ওবাজারের ইজারাদার মজিবুর রহমান বিশ্বাস, রুহুল আমিন, সুলতান বয়াতি, মর্তুজা মোল্লা , বশির জমাদ্দার (শিক্ষক চন্দনতলা) ও দুলাল সিকদার প্রমুখ। এসময়ে ব্যবসায়ীরা বলেন, ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেয়ায় আমাদের অপুরনীয় ক্ষতি হয়েছে। যতদিন পর্যন্ত আমাদের পুর্নবাসন না দেয়া হবে ততদিন পর্যন্ত আমাদের (ব্যবসায়ী) আন্দোলন অব্যহত থাকবে। এবিষয়ে বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের আগে মাইকিং করা হয়েছে এবং যথা সময়ে নোটিশ প্রদান করা হয়েছে। নির্ধারিত সময়ে তারা অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় হয়তো কেউ ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে আলোচনা করে সরকারী নীতিমালা মান্য করে পুর্নবাসনের ব্যবস্থা করা যেতে পারে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com