বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন
হাসান আলী সোহেল নাটোর প্রতিনিধি,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
শনিবার বিকালে নাটেরের বাগাতিপাড়া ৩নং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের তমালতলা মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
তারেক রহমানের নির্দেশনা তুলে ধরে তাইফুল ইসলাম টিপু বলেন, আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে ভূমিকা রেখেছে,যারা স্বৈরাচারী সরকারের হামলা-মামলার শিকার হয়েছে এবং ৫আগস্টের পর যারা দলের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত হয়নি,আগামী দিনের নেতৃত্ব বাছাইয়ে তারা এগিয়ে থাকবে। আর যারা দলের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত হয়েছে,তারা হচ্ছে দুর্বৃত্ত। দুর্বৃত্তদের লালপুর ও বাগাতিপাড়ায় কোথাও স্থান হবে না।
আন্দোলন-সংগ্রামে নেতৃত্বদানকারী ব্যক্তিদের‘জাতীয়তাবাদী সূর্যসৈনিক’হিসেবে উল্লেখ করে তিনি বলেন,শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা বিভাজনে জড়ায় না, অপকর্মে লিপ্ত হয় না।টিপু অনুপ্রবেশকারীদের হুঁশিয়ার করে দিয়ে বলেন,অনুপ্রবেশকারীদের স্থান বাগাতিপাড়া বিএনপিতে নেই; যারা অনুপ্রবেশকারীদের আশ্রয়-প্রশ্রয় দিবে,তাদেরকে চিহ্নিত করে রাখা হবে।
তারেক রহমানকে ছাত্র-জনতার আন্দোলনের রূপকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন,তারেক রহমানের নেতৃত্বেই ছাত্র-জনতার আন্দোলন হয়েছে।তারেক রহমান ছাত্র-জনতার আন্দোলনকে একটি গণআন্দোলনে রূপান্তরিত করে ফ্যাসিস্ট,মাফিয়া,স্বৈরাচার সরকারের পতন ত্বরান্বিত করেন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর আদর্শের সৈনিকেরা ঐক্যবদ্ধ।
তাইফুল ইসলাম টিপু বলেন, বাংলাদেশের জনগণের মুক্তির লক্ষ্যে,জনগণের অধিকার তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, সাম্য-মানবিক বাংলাদেশ গঠন করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১দফা দিয়েছেন। একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ৩১দফা বাস্তবায়নে কাজ করবে।৩১দফা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ।তিনি বাগাতিপাড়া বিএনপির নেতা-কর্মীদের ৩১দফা আত্মস্থ করতে এবং জনগণের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি জনগণের দল;বিএনপির সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু বাংলাদেশের জনগণ।সুতরাং আপনারা জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করুন। জনদুর্ভোগ এর সৃষ্টি হয়, এমন কাজে লিপ্ত হলে- বিএনপি তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিবে। জনগণের পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করার জন্যে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান টিপু।
কর্মীসভায় নেতাকর্মীদের সাথে সেতুবন্ধন সৃষ্টি এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন,আমাদের উদ্দেশ্য সময়োপযোগী করে সাংগঠনিক দক্ষতাসম্পন্ন কর্মী সৃষ্টি করা।
টিপু বলেন,শৃঙ্খলা হলো দলের প্রধান শক্তি।দলে প্রতিযোগিতা থাকতে পারে,প্রতিহিংসা না। তিনি নেতা-কর্মীদের প্রতিহিংসাপরায়ণ রাজনীতির দিকে না ঝুঁকতে নির্দেশনা প্রদান করেন।
তিনি বাগাতিপাড়া ৩নং ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একইসঙ্গে সবাইকে সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন।
৩নং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মতিউর রহমান মতিনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক হানিফুর রহমান হানিফের সঞ্চালনায় কর্মীসভায় আরও বক্তব্য রাখেন বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান বাচ্চু,বাগাতিপাড়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম সরকার,বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আনসার আলী সরকার, বাগাতিপাড়া থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ একেএম শরিফুল ইসলাম লেলিন,নাটোর জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক শ্রীযুক্ত বাবু রঞ্জিত কুমার সরকারসহ প্রমুখ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।