হেলাল উদ্দিন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়নে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে এ উপলক্ষে উপজেলা হলরুমে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমার সভাপতিত্বে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডা. মোস্তফা কামাল, ডিজিএম নিরাপদ দাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল হোসেন, তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ প্রমূখ।
সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমা বলেন, তাড়াশ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণে আইনগত সকল পদক্ষেপ নেয়া হবে। তিনি সকল ব্যবসায়িক মহলকে ভোক্তা অধিকার আইন মেনে চলার পরামর্শ দেন। ভোক্তা অধিকার আইন লঙ্গন করলে সবোর্চ্চ ১ লক্ষ টাকা জড়িমানা ও এক বছরের কারাদন্ড বা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com