পবিএ দেব নাথ মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি:
গত (০৩নভেম্বর) রোজ মঙ্গলবার হবিগন্জের মাধবপুর উপজেলা হবিবপুর মুহাম্মাদিয়া ইসলামিক সুন্নাহ হিফজুল কোরান মাদ্রাসাতে তাকওয়া ইসলামিক ফাউন্ডেশন পক্ষ থেকে , ০৩ নং বহরা ইউনিয়নের হবিবপুর মুহাম্মাদিয়া ইসলামিক সুন্নাহ হিফজুল কোরান মাদ্রাসাতে আদর্শ নূরানী হাফেজী বিভাগ চালু আছে। হবিবপুর, মুহাম্মাদিয়া ইসলামিক সুন্নাহ হিফজুল কোরান মাদ্রাসাতে বর্তমানে ৪০ জন ছাত্র পড়লেখা করে।
তাকওয়া ইসলামিক ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে ৪০ টি পাঞ্জাবি নিয়ে উপস্থিত ছিলেন সংগঠনের কয়েক জন সদস্য। এটি তাকওয়া ইসলামিক ফাউন্ডেশনের পক্ষে থেকে ২২ তম কাজ সম্পূর্ণ হলো মুহাম্মাদিয়া ইসলামিক সুন্নাহ হিফজুল কোরান মাদ্রাসাতে, হবিবপুর এর মাধ্যমে।
এই মুহাম্মাদিয়া ইসলামিক সুন্নাহ হিফজুল কোরান মাদ্রাসাটি প্রতিষ্ঠাতা হাফেজ মোঃ আনোয়ার হোসেন ২০১৬ইং সালে প্রতিষ্ঠিত হয় । এই মাদ্রাসাটি ১৫ সদস্য কমিটি দ্বারা গঠিত। পরিচালনা করেন ০২ জন শিক্ষক, ১। হাফেজ ইমরান হোসাইন ২। ক্বারী মার্জান
মুহাম্মাদিয়া ইসলামিক সুন্নাহ হিফজুল কোরান মাদ্রাসাতে হস্তান্তর কালে উপস্থিত উপস্থিত ছিলেন প্রধান অতিথি মোঃ শাহিন আলম রিপন (০৩নং বহরা ই/পি বি এন পি) , মাদ্রাসার সভাপতি মোঃ মিনত আলী, প্রধান অতিথি হুমায়ন কবির, সেক্রেটারি রুহুল আমিন, সদ্স্য মোঃ মাজু মিয়া, আঃ কাদির সহ, এলাকার ময় মুরবীগন।
মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ ইমরান হোসাইন বলেন , এই মাদ্রাসাতে ৪০ জন ছাত্র আছে। মাদ্রাসাটিতে নূরানী ও হাফেজী বিভাগ চালু আছে । মাদ্রাসার শিক্ষার্থীরা ৪০ টি পাঞ্জাবি পেয়ে ছাত্ররা অনেক খুশি। তাই তাকওয়া ইসলামি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা জনাব জাবেদ মিয়াকে ধন্যবাদ জানাই ওনি যেন ইসলামিক কাজে করতে পারে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রবাসী জাবেদ মিয়া সাথা আলাপ করলে জনাব জাবেদ মিয়া বলেন, প্রবাসী ও দেশের সকল সদস্যদের সাথে নিয়ে
ইনশাআল্লাহ আমরা আরো দূরে এগিয়ে যেতে চাই মানবতার কাজে….।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com