ফুয়াদ খন্দকার, জামালপুর ।
রাজধানী ঢাকার উত্তরায় গার্ডার চাপার ঘটনায় জামালপুরের ইসলামপুর ও মেলান্দহে নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
গতকাল সোমবার (১৫ আগস্ট ) বিকাল ৪ টার দিকে রাজধানীর উত্তরার জসিমউদ্দীন রোডে বাস রেপিট ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার ক্রেন দিয়ে স্থানান্তরের সময় ক্রেন থেকে গার্ডার রাস্তার উপর একটি চলমান প্রাইভেট কারের ওপর পড়ে। এ সময় প্রাইভেট কারে থাকা দুই শিশুসহ ৫ যাত্রী নিহত হয়। নিহতদের মধ্যে ৪ জনের বাড়ি জামালপুরে। নিহতরা হলেন জামালপুরের ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের ঢেংগারগড় গ্রামের ফজলুল করিমের দুই মেয়ে ফাহিমা (৩৫), ঝর্ণা (২৮), ঝর্ণার মেয়ে জান্নাতুল(৬) ও ছেলে জাকারিয়া(২)। এছাড়াও ফাহিমার মেয়ে রিয়া মনির শশুর মেহেরপুরের বাসিন্দা মো. রুবেল (৫০) নিহত হয়েছেন। ঢাকায় নিহত ফাহিমার মেয়ে রিয়া মনির বিয়ের বৌভাত অনুষ্ঠান শেষে ফেরার সময় এই দূর্ঘটনা ঘটে। নিহত ফাহিমার বাবার বাড়ি ইসলামপুর উপজেলার ঢেংগারগড় গ্রামে ও ঝর্ণার শশুরবাড়ী মেলান্দহ উপজেলার আগ পয়লা গ্রামে পরিবার ও স্বজনদের বাড়ীতে চলছে শোকের মাতম। পরিবার ও স্বজনরা নিহতদের লাশ বাড়িতে আসার অপেক্ষা করছে। নিহত ঝর্না ও তার দুই শিশু সন্তানের কবর একসাথে তৈরি হয়েছে ।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com