শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
জামান (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী জেলার ডোমার উপজেলার পাঙ্গা মৌজায় গোপন অভিযানে সুদি ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসী মোঃ শাহজাহান মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে সেনাবাহিনী। অভিযানে সহায়তা করেছে ডোমার থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির নীলফামারী আর্মি ক্যাম্প থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ রওশন আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
পরিবর্তনের নিউজ পড়ুন GOOGLE NEWS – এ
অভিযানের সময় শাহজাহানের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বেশ কিছু ফাঁকা স্ট্যাম্প, চেক এবং জাতীয় পরিচয়পত্র। অভিযোগ রয়েছে, শাহজাহান দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণকে উচ্চ সুদে টাকা ধার দিয়ে এসব গুরুত্বপূর্ণ নথিপত্র জিম্মি করে রাখতেন। পরে ইচ্ছামতো টাকার অঙ্ক বসিয়ে ভয়ভীতি ও হুমকির মাধ্যমে আদায় করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তার সুদ ও প্রতারণার ফাঁদে পড়ে অনেক মানুষ নিঃস্ব হয়ে পড়েছে। এমনকি, মাত্র দুই মাস আগে স্বপন নামে এক ব্যক্তি শাহজাহানের চাপে মানসিকভাবে ভেঙে পড়ে মৃত্যুবরণ করেন বলেও অভিযোগ রয়েছে।
অভিযান চলাকালীন সময় শাহজাহান সেনাবাহিনীর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং অস্ত্র ও ম্যাগাজিন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এছাড়াও, বাড়ির গেট বন্ধ করে সেনাসদস্যদের ওপর হামলার নির্দেশ দেন বলেও অভিযোগ উঠে আসে।
পরবর্তীতে তাকে আটক করে ডোমার থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
সেনা সূত্র জানায়, নীলফামারী আর্মি ক্যাম্প নিয়মিত তাদের দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ দমন ও সামাজিক নিরাপত্তা রক্ষায় কাজ করছে। বিশেষ করে মাদক, প্রতারণা ও সুদের মতো অপরাধ নির্মূলে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।