আব্দুল্লাহ আল তৌহিদ
নোবিপ্রবি প্রতিনিধি,
ময়নামতি রেজিমেন্টের ৬ বিএনসিসির ডেল্টা কোম্পানির সিইউও (ক্যাডেট আন্ডার অফিসার) হিসেবে নিযুক্ত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের (সেনা শাখা) ক্যাডেট সার্জেন্ট মিরাজ মাহমুদ । পূর্বে তিনি নোবিপ্রবি বিএনসিসি এর ক্যাডেট সার্জেন্ট এর দায়িত্ব পালন করেন। উল্লেখ্য সিইউও বিএনসিসির ক্যাডেটদের সর্বোচ্চ পদ। গত ২১ জানুয়ারি রেজিমেন্ট ক্যাম্পে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যাডেটদের লিখিত ও ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ১লা ফেব্রুয়ারি তারিখে ফলাফল ঘোষণা করা হয়।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২:০০ টায় ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান প্রিন্স এবং ৬ ব্যাটালিয়ন এর ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট হাবিবুল্লাহ, বিএনসিসিও তাকে সিইউও র্যাংক পরিয়ে দেন।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) হচ্ছে সেনা, নৌ ও বিমান শাখার ক্যাডেটদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় সারির, আধাসামরিক, স্বেচ্ছাসেবী বাহিনী। এটি সামরিক বাহিনীর কর্মকর্তা, জেসিও, এনসিও, বেসামরিক কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত। বিএনসিসি'র মূলমন্ত্র হলো-'জ্ঞান , শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবী "।
নোবিপ্রবি বিএনসিসির নতুন সিইউও মিরাজ মাহমুদ সময়ের কন্ঠস্বরকে বলেন- "কলেজ জীবনের শুরুতে ২০১৯ সালে বিএনসিসির সাথে আমার যাত্রা শুরু । ক্যাডেট র্যাংক থেকে এখন ক্যাডেটদের সর্বোচ্চ পদ পাওয়ার মাধ্যমে দায়িত্বের ভার আগের চেয়ে কয়েকগুণ বেড়ে গেল। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আমার বিশ্ববিদ্যালয় এবং আমার প্রিয় এই বিএনসিসির মুখ আরো উজ্জ্বল করতে। ভবিষ্যতে এই সংগঠনের দ্বারা শুধু আমার ক্যাম্পাস বা প্রতিষ্ঠান নয় আমি আমার পুরো দেশের সকল মানুষের কাছে এর সেবা,শ্রম এবং সুবিধাসমূহ পৌঁছে দেবো। আমি সততা, সচ্ছতা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব যথাযথ পালন করার সর্বোচ্চ চেষ্টা করব।আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি।"
উল্লেখ্য, মিরাজ মাহমুদ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com