জামান মৃধা, নীলফামারী প্রতিনিধিঃ
সারা বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়েছে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ। এছাড়াও আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে করোনা বা কোভিড-১৯ মহামারী আকার ধারণ করেছে দিন দিন বেড়েই চলেছে করোনা সংক্রমণ ও মৃত্যু। এই সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে।
নীলফামারীর ডিমলা উপজেলায় করোনা বা কোভিড- ১৯ এর সারাদেশের ন্যায় করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে দেশব্যাপী পুলিশি প্রচার অভিযানের অংশ হিসেবে ডিমলা থানা পুলিশের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ করলেন ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়।
আজ (২৪শে জুন) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ডিমলা থানা পুলিশের উদ্যোগে শোভাযাত্রা, সচেতনতা মূলক প্রচারণা ও সাধারন মানুষের মাঝে মাক্স বিতরণ করেন, ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়।
ডিমলা থানার পরিদর্শক (তদন্ত)
বিশ্বদেব রায়ে''র নেতৃত্বে এ সতর্ক ও সচেতনতা মূলক প্রচার ও মাক্স বিতরণে অত্র থানার সকল অফিসার সহ সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ রায় বলেন, মাস্ক বিতরণ কর্মসূচীতে করোনার ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেনতা মূলর পরামর্শ ও মাস্ক প্রদান করা হচ্ছে পর্যাক্রয়ে সারা উপজেলায় মাস্ক বিতরণ ও সচেতনতা মূলক প্রচার চালানো হবে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com