রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন
(জামান মৃধা, নীলফামারী প্রতিনিধি): নীলফামারীর ডিমলা উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২৯শে নভেম্বর) বিকেলে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নে অবস্থিত হেলিপ্যাড মাঠে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার-ডিমলা নীলফামারী-১ সংসদীয় আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, নীলফামারীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আবদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান মো. রবিউল ইসলাম লিথন, খগাখড়িবাড়ী ইউনিয়ন আ.লীগের সভাপতি জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার এনামুল কবীর প্রমুখ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, দেশের প্রতিটি ছেলে-মেয়েকে শারীরিক ও মানসিকভাবে কর্মঠ ও সাহসী করে তুলতে মিনি স্টেডিয়াম নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাদকের প্রাদুর্ভাব থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলার মান উন্নয়ন ও ভালো খেলোয়াড় তৈরি করতে এই শেখ রাসেল মিনি স্টেডিয়াম সহায়ক ভূমিকা পালন করবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।