শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন
জামাল মৃধা,ডিমলা উপজেলা প্রতিনিধিঃ
নীলফামারী ডিমলা উপজেলায় মাস্ক না পরা,মোটর সাইকেলের কাগজপত্র,চালক হেলমেট না পরে বাইরে ঘুরে বেড়ানোর সময় হাতেনাতে ধরা পড়ায় ৯জনকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। (২৪শে জুন) বৃহস্পতিবার বিকালে ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ী হাটে ওই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়শ্রী রানী রায়, ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
মাস্ক না পরার অপরাধে ১৯৬০ সালের দণ্ডবিধির ১৮৮ ও ২৬৯ ধারায় ২টি এবং মোটর সাইকেলের চালক ও আরোহীর হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে মোটরযান আইনে ৫টি জরিমানা করেন করেন তিনি। এ সময় আর্থিক সাজাপ্রাপ্তদের কাছ থেকে ৫ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
সেই সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান করা হয়। এছাড়াও ভবিষ্যতের জন্য কয়েকজনকে সতর্ক করা হয়। এছাড়াও অনেকে মুখে মাস্ক পরার উদ্বুদ্ধ করার জন্য মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোসহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণই পারে প্রশাসনের এই নির্দেশগুলো বাস্তবায়নে সফলতা আনতে। সে লক্ষে তিনি উপজেলার সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, করোনার ঝুঁকি এড়াতে আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
ডিমলা থানা পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ রায়। সহকারী পরিদর্শক ইমরান সহ সঙ্গীয় ফোর্স মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।