সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন
জামান মৃধা, নীলফামারী প্রতিনিধি):- নীলফামারীর ডিমলা উপজেলায় গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান। সোমবার (২১শে নভেম্বর) রাত ৯টার সময় বাজারের গরুহাটিতে ”শুটিবাড়ি বাজার বণিক সমিতি”র আয়োজনে দোকানে চুরি-দুর্বৃত্তায়ন, সিসি ক্যামেরা স্থাপন, ব্যবসায়ীদের মাঝে সু-সম্পর্ক, মাদক মুক্ত এলাকা তৈরি ও সুষ্ঠু পরিবেশ সৃষ্টির উদ্দেশে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। শুটিবাড়ি বাজার বণিক সমিতির সভাপতি মো. আব্দুল বাতেনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন- ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন গয়াবাড়ী ইউনিয়ন বিট কর্মকর্তা এসআই আখতারুজ্জামান, গয়াবাড়ী ইউপি চেয়ারম্যান মো. শামসুল হক, গয়াবাড়ি ইউনিয়ন আ,লীগ সভাপতি আমজাদ হোসেন সরকার, সাধারণ সম্পাদক মামুন-অর-রশীদ, সাবেক আ,লীগ সভাপতি ও বীর মুক্তিযুদ্ধা আব্দুল বারী প্রমুখ। সভাপতি আব্দুল বাতেন তার উদ্বোধনী বক্তব্যে বলেন, আগুনের হাত থেকে বাজারকে রক্ষা করতে হলে বিভিন্ন জায়গায় শ্যালো মেশিন বসাতে হবে। ফায়ার সার্ভিস আসার পূর্বেই প্রাথমিক পর্যায়ে আমরা যেন আগুন নিয়ন্ত্রণ করতে পারি। এছাড়া চুরি-ছিনতাই প্রতিরোধে বাজারের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের উপর গুরুত্ব দেন তিনি। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান বলেন, ডিমলা উপজেলায় আইনশৃঙ্খলা উন্নয়ন লক্ষ্য আমরা সকলেই সক্রিয়ভাবে কাজ করবো। উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের জনগণের সঙ্গে জনসংস্পৃক্ততা রেখে এলাকায় অপরাধ কার্মকান্ড প্রতিরোধ করতে হবে। যারা অপরাধ করছে আপনারা অপরাধী কে চিহ্নিত করে রাখবেন আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই তার বিরুদ্ধে পদক্ষেপ নিবো। সেই সাথে মাদকের বিরুদ্ধে কঠোরভাবে কাজ করবো আমরা সকলেই। আমাদের সবার সহযোগিতায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে বলে জানান তিনি। এছাড়াও শুটিবাড়ি বাজারের বিভিন্ন দোকানে চুরি-দুর্বৃত্তায়ন ও পেশিশক্তির ব্যবহার, বাল্যবিবাহের কুফল, বাজারে সিসি ক্যামেরা স্থাপন, ব্যবসায়ীদের মাঝে সুসম্পর্ক, মাদক মুক্ত এলাকা তৈরি ও এলাকায় শান্তিময় এবং সুষ্ঠু পরিবেশ তৈরীর উদ্দেশ্যে এ মতবিনিময় সভায় আলোকপাত করেন ওসি লাইছুর রহমান।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।