রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ অপরাহ্ন
(জামান মৃধা, নীলফামারী প্রতিনিধি):- নীলফামারীর ডিমলায় বুড়ি তিস্তা নদী পুনঃখনন কাজে বাধা প্রদান করেছেন ডিমলা সদরের কুটির ডাঙ্গা, ডোমার ও জলঢাকা উপজেলার সহস্রাধিক স্থানীয় কৃষক। জানা যায়, একনেকের অনুমোদনে সারাদেশে ৬৪টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পূণঃখননের অধিনে ক্যাট প্রকল্পের আওতায় পাউবোর অধিনে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের আওতায় ডিমলা বুড়ি তিস্তা নদী পুনঃখননে প্রায় ৯০ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করে একনেক সভায়। ক্যাট প্রকল্পের আওতায় সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি পান স্টান্ডার ইঞ্জিয়ারিং কোম্পানী ঢাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান বুড়িতিস্তা নদী পুনঃখননের কাজ উদ্বোধন করতে গেলে বাধা সৃষ্টি করতে পারে মর্মে ঠিকাদারী প্রতিষ্ঠান স্টান্ডার ইঞ্জিয়ারিং কোম্পানী প্রশাসনকে অবগত করেন পূর্বেই। এরই প্রেক্ষিতে নীলফামারীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রিয়াজ উদ্দিন আহম্মেদ ও ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমানসহ ডোমার ও জলঢাকা থানার বিপুল সংখ্যক পুলিশ এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন সেখানে উপস্থিতি ছিলেন। শনিবার (১৭ই ডিসেম্বর) দুপুর ১২.৩০ ঘটিকার সময় পঁচারহাট নামক স্থানে ডিমলা সদরসহ পার্শ্ববর্তী ডোমার ও জলঢাকা উপজেলার সহস্রাধিক স্থানীয় জনগন প্রশাসন ও ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজে বাধা দেন ও এক পর্যায়ে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষিপ্ত সংঘর্ষে ১টি মোটরসাইকেল, ৩ টি ছয় সিলিন্ডার মেশিন, ৩২ হর্সপাওয়ারের ৩টি মেশিন ও ১ টি মাটিকাঁটা এস্কেভেটর (ভেকু) গাড়ীতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনগণ। এছাড়াও ২টি মোটরবাইক এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের একটি টিনের ঘর ভাংচুর করে। ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি জানান আমাদের ক্ষয়ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা। পরিস্থিতি নিয়ন্ত্রনে ডিমলা ফায়ার সার্ভিসের একটি টিম ও উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন সহ ডোমার-ডিমলা সার্কেল আলী মোহাম্মদ আব্দুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। কুঠির ডাঙ্গা গ্রামের স্থানীয় জনগন জানান, নদী পুনঃখনন নিয়ে আমাদের কোন অভিযোগ নেই। তবে আমাদের আবাদী জমি খনন করতে দিবো না। ম্যাপের যে নদী আছে সেটা তারা খনন করুক। ভুক্তভোগীগণ আরো বলেন, ইতি পূর্বে জমি নিয়ে মহামান্য হাইকোর্টে দুইটি মামলা এবং নীলফামারীর নিম্ন আদালতে তিনটি মামলা চলমান রয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন ও ডোমার-ডিমলা সার্কেল আলী মোহাম্মদ আব্দুল্লাহ সংবাদকর্মীদের জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তীতে এ বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।