বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:০৬ অপরাহ্ন
(জামান মৃধা, নীলফামারী প্রতিনিধি) “একতা সততা সমঝোতা-সমবায়ের মূলকথা, বঙ্গবন্ধুর দর্শণ সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। শনিবার (৫ই নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে আপন সমবায় সমিতি লি: এর নিবার্হী পরিচালক শফিকুল ইসলাম স্বপনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. তবিবুল ইসলাম। অন্যান্যদের মধ্যে ছিলেন আ.লীগের সাধারন সম্পাদক মো. আনোয়ারুল হক সরকার মিন্টুু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান সহ সমবায় সমিতি লি: এর সদস্যবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন বলেন, বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে।সরকার সমবায়ের মাধ্যমে কৃষি জমি ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে এবং দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিপুল সংখ্যক গ্রামীণ দারিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ প্রদানসহ বিভিন্ন উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।