জামান মৃধা, ডিমলা,নীলফামারী:-
নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. গোলাম সবুর পিপিএম (সেবা) সার্বিক দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ ডিমলা থানার প্রত্যক্ষ নেতৃত্বে ডিমলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ৫শত গ্রাম গাঁজাসহ সুজন মিয়া (৩২) ও হৃদয় ইসলাম (২১) নামের ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুইজন ছোট খাতা পঞ্চনপাড়া গ্রামের দেলবর মিয়ার ছেলে এবং ছোট খাতা চরপাড়া গ্রামের সোলায়মান মন্ডলের ছেলে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে ডিমলা থানার এসআই নিসার আলী সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।
থানা সূত্রে জানা গেছে, খালিশা চাপানি ইউনিয়নের অন্তর্গত পঞ্চনপাড়া নামক স্থানে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই নিসার আলী উক্ত জায়গায় পৌছে সুজন ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। সুজন ইসলামের ডান হাতে থাকা শপিং ব্যাগের মধ্যে পুরাতন খবরের কাগজে মোড়ানো অবস্থায় ৪ শত গ্রাম গাঁজা ও হৃদয় ইসলামের পরিহিত কালো রঙ্গের জিন্স প্যান্টের ডান পকেট হতে পুরাতন খবরের কাগজে মোড়ানো অবস্থায় ১শত গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ডিমলা থানার মামলা নং-২৭, তারিখ-২৪/০৯/২০২৩ খ্রিঃ, ধারা-৩৬(১) সারনীর ১৯(ক) রুজু করা হয়েছে।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান ডিমলা থানায় মাদকদ্রব্য আইনে এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে গ্রেফতারকৃত আসামী সুজন মিয়া ও হৃদয় ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com