জামান মৃধা, ডিমলা (নীলফামারী)
নীলফামারীর ডিমলায় শীতার্ত অসহায় ও দুস্থ মানুষদের উষ্ণতা দিতে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সবুর বিপিএম।
১৩ জানুয়ারি শনিবার বিকেল ৩ টায় ডিমলা উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নিজস্ব অর্থায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শীতার্ত অসহায় ও দুস্থদের মাঝে তিনি এ কম্বল বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, শীতে আপনারা অমানবিক কষ্ট করতেছেন, তা আমরা অনুধাবন করতে পারছি।আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা আপনাদের পাশে দাঁড়াতে এসেছি। আপনাদের কষ্ট লাঘবের জন্য আমরা এ কম্বল বিতরণ করছি।
এ সময় তিনি উপজেলা বিভিন্ন ইউনিয়নের ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। অবসরপ্রাপ্ত সিনিয়র এএসপি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিরাজুল ইসলাম পিপিএম (বার), ডিমলা থানার অফিসার ইনচার্জ দেবাশীষ কুমার রায়, ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান প্রমুখ।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com