জামান মৃধা, ডিমলা (নীলফামারী)
নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের শীতার্ত, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দিয়েছেন ''ঢাকাস্থ ডিমলা ফোরাম''। সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১ টার দিকে ছোটখাতা, ডালিয়া, পাউবো কলোনি, বাইশপুকুরসহ তিস্তার চরাঞ্চল এলাকার ৬০০ জন শীতার্ত মানুষের হাতে এ কম্বল উপহার হিসেবে তুলে দেয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডালিয়া পাউবো'র নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা আমীর অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সাত্তার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর রংপুর সিটি কর্পোরেশন ও সাবেক ছাত্রনেতা কারমাইকেল কলেজ মো. শফিউল ইসলাম শাফি, মজলিসে শুরা সদস্য বাংলাদেশ জামায়েত ইসলামী নীলফামারী জেলা শাখা মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফী, ডিমলা উপজেলা শাখা আমীর মাওলানা মজিবুর রহমান, ডিমলা উপজেলা শাখা নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
আমন্ত্রিত অতিথি শফিউল ইসলাম বলেন, সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com