বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন
জামান মৃধা, ডিমলা (নীলফামারী)
সারাদেশে তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ। ইতিমধ্যে জারি করা হয়েছে হিট এলার্ট। অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে সাধারন মানুষের জীবনযাত্রা। এক ফোঁটা বৃষ্টির আশায় প্রহর গুনছে পাখিরাও। তীব্র তাপদাহে ঝরে পড়ছে আম, কাঁঠাল ও লিচুর গুটি। বৈশাখের শুরু থেকেই সারাদেশের মতো নীলফামারীর ডিমলা উপজেলাও তাপমাত্রা বেড়েই চলেছে। বোরো ধানের ক্ষেতসহ অন্যান্য ফসলের ক্ষেতও শুকিয়ে যাচ্ছে। তবুও বৃষ্টির দেখা নেই! এই অবস্থায় বৃষ্টির জন্য নামাজ (ইসতিসকার) আদায় করছেন বিভিন্ন জেলার ধর্মপ্রাণ মুসল্লিগণ। তারই ধারাবাহিকতায় আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায় করেছেন উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়ন এলাকার মুসল্লিগণ।
শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় পশ্চিম ছাতনাই ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগা মাঠে খোলা আকাশের নিচে ইসতিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। নামাজ ও দোয়া পরিচালনা করেন কালিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। এলাকার বিভিন্ন বয়সী মুসল্লীরা এই নামাজে অংশ নেন।
ইসতিসকার নামাজে আসা মুসল্লি মো. মশিউর রহমান বলেন, সারা দেশের মতো এ এলাকাতেও অসহনীয় গরম পড়েছে। অনেকদিন ধরেই বৃষ্টি হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। তীব্র গরমে শুধু মানুষ নয় পশুপাখিরাও কষ্ট পাচ্ছে। এজন্য দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করছি।
নামাজ পড়ানো ইমাম হাফেজ মাওলানা সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে প্রচন্ড তাপপ্রবাহ, তার ওপর বৃষ্টি নাই। এতে জনজীবন কষ্টে রয়েছে সেই সাথে ফসল নষ্ট হচ্ছে। সকল শ্রেণী-পেশার মানুষের চলাফেরা, ইবাদত বন্দেগি করতেও সমস্যা হচ্ছে। একারণে আমরা আজ বৃষ্টির জন্য নামাজ আদায় করলাম। আল্লাহর কাছে চাওয়া তিনি যেন আমাদের নামাজ ও দোয়া কবুল করেন। সেই সাথে ইসলামি বিধিবিধান মেনে চলার বিষয়ে খুতবা দেন তিনি।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।