জামান মৃধা, ডিমলা (নীলফামারী)
ফিলিস্তিনের সাধারণ অধিবাসীদের ওপর ইসরাইলের নৃশংস হামলা ও বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলার সর্বস্তরের মুসলিম জনতা। সোমবার (৭ এপ্রিল) বিকেল পাঁচটার পর উপজেলার বিজয় চত্বর থেকে এ মিছিল বের হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় শহীদ মিনার বিজয় চত্বরে সমাবেশে মিলিত হয়। এ সময় তারা ইসরাইল বিরোধী নানান স্লোগান দেন।
এসময় বক্তারা বলেন, ইসরায়েল ঘুমন্ত অবস্থায় মানুষকে হত্যা করছে। যাদের অধিকাংশই শিশু এবং নারী। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অতিদ্রুত এ হত্যা বন্ধের দাবি করছি।
সমাবেশে বক্তারা আরও বলেন, ইসরায়েল গাজা ও রাফা সীমান্তে পাখির মতো গুলি করে ফিলিস্তিনিদের হত্যা করছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। পশ্চিমা বিশ্ব একদিকে মানবতার কথা বললেও, অন্যদিকে ফিলিস্তিনে এই নিপীড়নের বিরুদ্ধে তারা নিরব ভূমিকা পালন করছে। বক্তারা অবিলম্বে ইসরায়েলি গণহত্যা বন্ধের আহ্বান জানান।
মুসলিম বিশ্বনেতাদের সমালোচনা করে বক্তারা বলেন, যারা নিজেদের মুসলিম নেতা হিসেবে দাবি করেন, তারা এখন ইসরায়েলের দাসত্ব করছেন। তারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে ব্যর্থ। মুসলিম সংস্থাগুলোরও ভূমিকা হতাশাজনক—তারা শুধু নীরব দর্শক। আমরা এর তীব্র নিন্দা জানাই।
ভারতের সাম্প্রতিক মুসলিম-বিরোধী নীতিরও কড়া সমালোচনা করা হয় সমাবেশে। বক্তারা বলেন, ভারত এখন দক্ষিণ এশিয়ার আরেক ইসরায়েল। তারা মুসলিম জনগোষ্ঠীর ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। কয়েকদিন আগেই যে মুসলিম-বিরোধী বিল পাস হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এছাড়া শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বাদ আসর অন্যান্য ইসলামি সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com