ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে চারটি পরিবহনকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ জুন) রাত আটটার পর উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনালে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় পরিচালিত এক অভিযানে এই জরিমানা আদায় করা হয়।
নীলফামারীর অস্থায়ী সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, যাত্রীদের পক্ষ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের একাধিক অভিযোগ পাওয়ার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ডিমলা উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চালায়। এ সময় সৃষ্টি পরিবহন, এনা পরিবহন, জহুরুল পরিবহন ও গাজী পরিবহন-এর বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা আদায় করে।
স্থানীয় বাসিন্দারা এই ধরনের অভিযানের ভূয়সী প্রশংসা করেছেন। তারা জানান, বাস পরিবহনগুলো প্রায়শই তাদের ইচ্ছেমতো ভাড়া আদায় করে থাকে, যা যাত্রীদের জন্য বিড়ম্বনার কারণ হয়। এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা নিয়মিত এমন অভিযানের দাবি জানিয়েছেন।
ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার জানান, সেনাবাহিনীর টহল দলের সহায়তায় অতিরিক্ত বাস ভাড়া আদায়ের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com