রিপোর্টার:সৈয়দ সালমান হোসেন
মাদারীপুরের ডাসার প্রেসক্লাবের সাবেক কমিটি বিলুপ্ত করে নতুন ১৩ (তের) সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি ঘোষনা করা হয়েছে। এতে আলোকিত প্রতিদিনের মাদারীপুর জেলা প্রতিনিধি সৈয়দ মোকাররম হোসেন কে সভাপতি ও দৈনিক একুশের বানী ডাসার উপজেলা প্রতিনিধি সৈয়দ আজিম উদ্দিন কে সাধারণ সম্পাদক করে শুক্রবার ডাসার প্রেসক্লাব কার্যালয়ে এই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
উক্ত ডাসার উপজেলা প্রেসক্লাবের অন্যান্যদের মধ্যেসহ- সভাপতি শেখ আমিনুল ইসলাম (সুমন), দৈনিক প্রানের বাংলাদেশ, ডাসার উপজেলা প্রতিনিধি, সহ- সভাপতি পারভেজ সরদার, দৈনিক সকালের সময়, ডাসার উপজেলা প্রতিনিধি, যুগ্ম- সাধারন সম্পাদক সৈয়দ সালমান হোসেন (অন্তু), দৈনিক দেশ জগত, ডাসার উপজেলা প্রতিনিধি, সাংগঠনিক সম্পাদক শরীফ আশিক, দৈনিক আলোকিত প্রতিদিন, ডাসার উপজেলা প্রতিনিধি, দপ্তর সম্পাদক শরীফ শাওন, আমাদের নতুন সময় ডাসার উপজেলা প্রতিনিধি, কোষাধ্যক্ষ মুমতাজুল কবীর নাফিউ, দৈনিক দেশের কন্ঠ মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রচার সম্পাদক সাকিব হাওলাদার, দৈনিক অন্যধারা,ডাসার উপজেলা প্রতিনিধি, কার্যকরী সদস্য এমদাদুল হক কাজল, দৈনিক বাংলাদেশের আলো, ডাসার উপজেলা প্রতিণিধি, সদস্য সোহাগ বাড়ৈ, দৈনিক দেশ সেবা, ডাসার উপজেলা প্রতিনিধি, সদস্য মীরচান হাওলাদার, দৈনিক সময়কাল, ডাসার উপজেলা প্রতিনিধি, সদস্য জুলহাস সরদার, দৈনিক প্রতিদিনের ক্রাইম, ডাসার উপজেলা প্রতিনিধি।
এউল্লেখ্য, ২০১৩ সালে ডাসার থানা প্রতিষ্ঠিত হওয়ার পরে ২০১৬ সালের ৫ জুন প্রথম মাদারীপুর জেলা সাংবাদিকগণদের নিয়ে আলোচনা ও লিখিত নিতিমালার ডাসার প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমের পথচলা শুরু হয়।
এ সময় সভাপতি বলেন, আমরা ডাসার উপজেলা বাসিকে সকল দূর্নীতি, পরিবেশ দুষন, বাল্য বিবাহ , নারী নির্যাতন রোধ, মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা ও মানবাধিকার দন্ডায়মানে নিয়োজিত থাকতে আমারা সহ সকল সাংবাদিকদের অনুরোধ করছি।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com