শিহাব অাহম্মেদ-স্টাফ রিপোর্টার:
রাতের আধারো কেটে গেছে
বিপিডিএ এর করোনা যোদ্ধাদের কাছে বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাস (COVID-19) এ যখন সবাই আতঙ্কিত হয়ে নিজেকে চিকিৎসা সেবা থেকে গুটিয়ে নিয়েছেন। ঠিক তখনই চিকিৎসা সেবার হাল ধরেছেন বাংলাদেশের অবহেলিত বিপিডিএ এর পল্লী চিকিৎসকরা।
আজকে এই মহামারীতে নিজের জীবন কে উৎসর্গ করা বিপিডিএ এর পল্লী চিকিৎসকরা নিজেদের তহবিল থেকে সর্বসাধারণের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্পের ব্যবস্থার মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ প্রদান করেন।
গাইবান্ধা জেলার পল্লী চিকিৎসকদের আইকন পল্লী ডাক্তার মোঃ জিয়াউল হক সিদ্দিকী এর পরিচালনায় ও উত্তরবঙ্গের কৃতি সন্তান, বিপিডিএ এর কেন্দ্রীয় কমিটির আইকন সম্মানিত মহাসচিব, বিপিডিএ টিভি ও এর প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ মোঃ রাকিবুল ইসলাম তুহিন স্যার এর দিক নিদের্শনায় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় ৪ নং বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ এর সার্বিক ব্যবস্থাপনায় করোনা ভাইরাস বিষয়ে জনসচেতনতা শীর্ষক আলোচনা ও ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
এবং সেখানে গরিব, দুঃখী, অসহায়, মেহনতি মানুষের ও সর্বসাধারণের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পে উপস্থিত থেকে সর্বসাধারণের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন বিপিডিএ এর আইকন ও রংপুর জেলা বিপিডিএ এর সংগ্রামী সভাপতি ডাঃ এম এ রহিম মিয়া (বিএ)। এছাড়াও উক্ত ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন বিপিডিএ এর পীরগাছা উপজেলার সংগ্রামী সভাপতি ডাঃ মোঃ মনিরুজ্জামান বিদ্যুৎ, দপ্তর সম্পাদক ডাঃ নুর মোহাম্মদ ভাই, পীরগাছা উপজেলা বিপিডিএ এর সদস্য ডাঃ আশিষ কুমার, সুন্দরগঞ্জ উপজেলা আহ্বায়ক ডাঃ আশরাফুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা সদস্য ডাঃ মোঃ হায়দার আলী এবং কার্যকরী সদস্য ও "জয়যাত্রার টিভি" এর সাংবাদিক ডাঃ মোঃ রফিকুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
"বিপিডিএ দেখাচ্ছে পথ
সুন্দর ও উজ্জ্বল হবে
পল্লী চিকিৎসকদের ভবিষ্যৎ"
শুভেচ্ছান্তে
বিপিডিএ গাইবান্ধা জেলা কেন্দ্রীয় কমিটি,গাইবান্ধা।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com