ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলায় গত ২৪ ঘন্টায় দুই বিজিবি সদস্য সহ নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে ঠাকুরগাঁও জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯৬ জন। আক্রান্তদের মধ্যে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় ৩ জন ও হরিপুর উপজেলায় ২ জন। সদরের ৩ জনের মধ্যে ঠাকুরগাঁও বিজিবি ক্যাম্পের দুই জন সৈনিক ও বড়গাঁও ইউনিয়নের মোলান খুড়ি গ্রামের এক কৃষক। অপরদিকে হরিপুর উপজেলার দুই জনের বাড়ি বহরম পুর গ্রামে। ২৫ জুন
বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: সুব্রত সেন জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন ৫ জনসহ আক্রান্তের সংখ্যা ১৯৬ জনে দাঁড়ালো। এখন পর্যন্ত ঠাকুরগাঁও জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছে ১০১ জন । ঠাকুরগাঁও থেকে ২৫ জুন বৃহস্পতিবার ২০ জনের নমৃুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫৪৭ জন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com