বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা হোম কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের সরকারপাড়া হেডস মোড়ে হোম কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল।
উদ্বোধন শেষে ঐ ক্লিনিকে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল বলেন, অত্যাধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা এই ক্লিনিক উদ্বোধন হলো। এই ক্লিনিকে মানুষজন যেন খুব সহজেই চিকিৎসা সেবা নিতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আশা করি ক্লিনিক কর্তৃপক্ষ সর্বোচ্চ সেবা প্রদানে সচেষ্ট থাকবে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক প্রমুখ।
এসময় হোম কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক, কর্মচারী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।