সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে হিজরা সরদার রুবেলের মোটরসাইকেলের বেপরোয়া চালানোর গতিপথে চাকায় পৃষ্ঠ হয়ে নূর মোহাম্মদ (৪৫) নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার দুপুরে সরজমিনে দেখা যায় সদর উপজেলার রহিমান পুর ইউনিয়নের পস্তমপুর বিমান বন্দর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত নূর মোহাম্মদের ছেলে মুরাদ হোসেন মুখে বলেন, আমরা দুই ভাই বোন মিলে খালাবাড়িতে মেহমান খাইতে যাচ্ছিলাম বাবা বিমাবন্দর এলাকায় অটোচার্জারে তুলে দেওয়ার জন্য এসময় হিজরা রুবেল দ্রæত গতীতে বেপরোয়া চালানোর কারনে বাবার উপরে এসে মোটরসাইকেলটি চড়িয়ে দেয়। মোটরসাইকেলে সড়কের উপর বাবার চড়িয়ে দিলে সেখানে বাবার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়। ঐ এলাকার স্থানীয়দের সহয়োগিতায় প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসাপাতাল ও পরে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজে পৌছা মাত্রই বাবার মৃত্যু বরন করে। নূর মোহাম্মদ ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমান পুর ইউনিয়ন পাইকপাড়া গ্রামের মৃত সামিজ সরকারের ছেলে।
নিহত নূর মোহাম্মদের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে মুরাদ হাসপাতালে ভর্তি হয়েছে । বাবাকে হারিয়ে সুখি পরিবারটি চরম শোকের কারনে ডুগরে ডুগরে কাঁদছে।
স্থানীয়রা জানায়, ঠাকুরগাঁওয়ে হিজরাদের সরদার রুবেল নিজেকে খুব প্রভাবশালী মনে করে। প্রকাশ্যে মদ্যপান করে এ্যাপাচি আরটি মোটরসাইকেল নিয়ে দাপটে চলাফেরা করলেও প্রশাসনও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারে না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা করা গ্রহণ হবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।