ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা পরিষদ প্রাংগনে ২০২০-২১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পূর্ণবাসন প্রকল্পের আওতায় ১৩৭ জন কৃষকদের মাঝে বিনামূল্যে টমেটো ও সরিষার বীজ,১০ কেজি করে মিউরেট সার পটাশ ও বিএপি সার বিতরণ করা হয়। সভাপতি হিসেবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। এসময় ঠাকুরগাও সদর উপজেলার সিনিয়র কৃষি অফিসারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে ঋণ প্রদান করেন
উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ক্ষুদ্র ঋণ বিতরণ প্রকল্পের আওতায় ৩৭ জনকে ১৫ হাজার টাকা করে ঋণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com