ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ২ জুলাই শুক্রবার বিকালে কঠোর বিধি নিষেধ চলমান অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিণ বটিনা বানিয়াপাড়া গ্রামের ভাগীরথ (৪৫) পিতা মৃত ঘন শ্যাম তার ছেলের বইয়ের জন্য অনূষ্ঠানের আয়োজন করায় তার বিয়ের আয়োজন ভেঙ্গে দেন- ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। একই ভাবে দক্ষিণ বটিনা শ্রীখড়ী গ্রামের শ্রী ইলেকশন (৪৫) পিতা মৃত ধীরেন্দ্র নাথ তার মেয়ের বিয়ের আয়োজন ভেঙ্গে দেন- ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার। তাকে ও ৫ হাজার টাকা জরিমানা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com