রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন
মনসুর আহাম্মেদ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
কৃষি এখন আর শুধু চাষাভুশার পেশা নয়।
স্মার্ট ও আধুনিক কৃষি এগিয়ে নিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি। তারই ধারাবাহিকতায় নতুন সংযোজন মৌসুম বহির্ভূত ফসলের চাষাবাদ।
উপজেলা-কৃষি-অফিস হরিপুর ঠাকুরগাঁও এর তত্বাবধানে এবং মালিক সিড কোম্পানির সহযোগীতায় উপজেলার বকুয়া বটতলার চাষী গিয়াসউদ্দিন বাবু তার ২৫ শতাংশ জমিতে মাচা পদ্ধিতে তরমুজ চাষ করেন। অসময়ে উৎপাদন এই তরমুজ কোন অংশে স্বাদে ও মিষ্টতায় গ্রীষ্মকালীন তরমুজের চেয়ে কম নয়। ২৫ শতাংশ জমি থেকে তরমুজ আবাদে তার স্বল্প সময়ে লাভ হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা।
আশা করা যায় আগামী বছরে এ তরমুজ চাষ আরো বিস্তৃত হবে এবং সারা বছর ফল প্রাপ্তিতে ও বিদেশে ফলের উপর নির্ভরতা কমাতে ব্যাপকভাবে অবদান রাখবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।