মনসুর আহাম্মেদ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে চলছে কঠোর লকডাউন। আর এ লকডাউনে মানুষের অপ্রয়োজনীয় বাইরে বের হওয়া রোধে তৎপর প্রশাসন।
ঠাকুরগাঁওয়ের রাস্তায় সকাল থেকে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব আনসার সহ ম্যাজিস্ট্রেটের গাড়ি লক্ষ্য করা গেছে। মানুষকে ঘরে থাকার মাইকিং ও করোনা প্রতিরোধে প্রচারণা চালাচ্ছেন তাঁরা।
এদিকে লকডাউনের প্রথম দিনে সকাল থেকে ঠাকুরগাঁওয়ে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিকে উপেক্ষা করে মাঠে আছেন প্রশাসন। শহরের দোকান পাট সব বন্ধ লক্ষ্য করা গেছে। শুধু মাত্র জরুরী প্রয়োজনের প্রমান স্বাপেক্ষে মানুষ চলাচল করতে পারছে।
ঠাকুরগাঁও সদর থানার ওসির তানভিরুল ইসলাম জানান, করোনা প্রতিরোধে কঠোর লকডাউন চলছে। মানুষকে করোনার ঝুঁকি থেকে রক্ষা করতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। বিধিনিষেধ অমান্য করে কেউ রাস্তায় বের হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com