রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন
অনলাইন ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট বলে কথা। তাঁর অ্যাপায়নে কোনও খামতি যাতে না থাকে তারই বন্দোবস্ত করছে গুজরাট সরকার। আগামী ২৪ ফেব্রুয়ারি আহমেদাবাদ সফরে আসছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁকে স্বাগত জানানোর জন্য বিশাল আয়োজন করা হচ্ছে এ রাজ্যে। প্রাথমিকভাবে যেটা জানা গিয়েছে তা হল, রাজ্য সরকার মার্কিন প্রেসিডেন্টের সফরের জন্যই শুধু খরচ করতে চলেছে ১০০ কোটি টাকা। হাই–প্রোফাইল অতিথি বলে কথা রাজ্যের। Sponsored Shami posts… India… Sponsored 4 Top… Mansion… ট্রাম্প সফরের পরিকল্পনা ও তা কার্যকর করার বিভাগে যাঁরা রয়েছেন সেই বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে যে মুখ্যমন্ত্রী বিজয় রূপানি নির্দেশ দিয়েছেন যে ট্রাম্পের আহমেদাবাদ সফরে কোনওভাবেই যেন অর্থের কারণে তাঁর অ্যাপায়নে কোনও ত্রুটি না থাকে। আহমেদাবাদ মিউনিসিপ্যালিটি ও আহমেদাবাদের পূর্ত দপ্তর শহরের রাস্তা মেরামতির কাজ শুরু করে দিয়েছে। চলছে সৌন্দর্যায়নের কাজও। সব মিলিয়ে মোট ১০০ কোটি টাকা খরচ করা হচ্ছে। বিমানবন্দরের কাছে শাহিলবাগ এলাকার ডিভাইডারে পাম গাছ বসানো হয়েছে। সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন রাস্তা। মোতেরা স্টেডিয়ামেও গাছ বসানো হচ্ছে। ১৭টি রাস্তার মেরামত ও তা সুন্দর করে তোলার জন্য খরচ হচ্ছে ৬০ কোটি টাকা এবং ১.৫ কিমি রাস্তা শুধুমাত্র ট্রাম্পকে উদ্দেশ্য করে তৈরি করা হচ্ছে, কারণ মোতেরা স্টেডিয়াম উদ্বোধনের পর এই রাস্তা দিয়েই তিনি ফিরবেন। বিমানবন্দরের রাস্তায় পাভের ব্লকস নতুনভাবে বসানো হচ্ছে। সরকারি সূত্রে জানা গিয়েছে যে ট্রাম্প যে রুট দিয়ে যাবে সেটি ও অনুষ্ঠানের জায়গা সাজাতে খরচ হয়েছে ৬ কোটি টাকা। পূর্ত দপ্তর ২০ কোটি খরচ করেছে শুরু রাস্তার পেছনে। সরকারি সূত্রে জানা গিয়েছে যে ট্রাম্পের সফরের জন্য যেখানে রাজ্য সরকারের মোট খরচ হবে ১০০ কোটি টাকা, এই টাকার কিছুটা অংশ বহন করতে পারে কেন্দ্র সরকার। তবে অধিকাংশটাই রাজ্যের ঘাড়ের ওপর দিয়েই যাবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।