মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
সোমবার সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ হি ইয়াও ওয়েন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ. হি ইয়াও ওয়েন। আজ সোমবার সকাল ১০টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। পরে বঙ্গবন্ধুসহ ৭৫-এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন।
এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল বেলী আফিফা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ গোলাম কবির, দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক পরামর্শদাতা সং ইয়াং, দূতাবাসের প্রথম সচিব কুই ইফেং,দ্বিতীয় সচিব শি জুলিয়াং,অ্যাটাচি লিয়াং শুইং, বাংলাদেশে চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশনের সভাপতি কে চাং লিয়াং সহ চীন দূতাবাসের পদস্থ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে আরো বেশি বিনিয়োগে আগ্রহী চীন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মিঃ ইয়াও ওয়েন। বাংলাদেশের সঙ্গে পূর্বের চেয়ে আরো বিনিয়োগ বাড়াতে চীনের প্রধানমন্ত্রীও আগ্রহী বলে জানান তিনি।
এরপর বঙ্গবন্ধুর সমাধিসৌধের বিভিন্ন স্থান পরিদর্শন করেন চীনা রাষ্ট্রদূত।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com