গাইবান্ধা প্রতিনিধিঃ
একটানা ৪০ দিন জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৩ জন উপহার হিসাবে পেলেন বাইসাইকেল, এবং তাহাজ্জুদ আদায়ে ২ জন পেলেন মোটরসাইকেল।
গাইবান্ধা বল্লমঝাড় ইউনিয়নে এ উপহারগুলো বিতরণ করা হয়। এলাকার মানুষদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দেন বল্লমঝাড় ইউনিয়নের প্রবাসি মহসিন আলি সরকার। তার এ ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার শিশু কিশোর সহ অনেকেই নামাজ আদায় শুরু করে।
টানা ৪০ দিন নিয়মিত জামাতে এবং তাহাজ্জুদ নামাজ আদায় করেছে এমন ৫ জনের হাতে গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে এসব পুরস্কার তুলে দেন মহসিন আলী সরকার।
তার এ ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার অনেক শিশু কিশোর সহ অনেকেই নামাজ আদায় শুরু করে। মানুষকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখী করার লক্ষ্যে এমন উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে।
উল্লেখ্য, ছবিতে প্রদর্শিত দৃষ্টিনন্দন জান্নাতুল ফেরদৌস জামে মসজিদটি নিজ অর্থায়নে প্রতিষ্ঠিত করেন মহসিন আলী সরকার।
সুত্রঃ মাহবুবুর রহমান সাগর
সংগৃহীত
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com