টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউ ওয়ার্ডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার বিকেল ৩টা ১৪ মিনিটের দিকে আগুন লাগে। তবে কোন রোগীর ক্ষতি হয়নি।
টাঙ্গাইল ফারার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম এ তথ্যটি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে দ্রুত চলে আসি। এসেই আমরা ২মিনিটের মধ্যে আগুণ নিয়ন্ত্রনে আনি। তবে সব মিলিয়ে আমাদের পনের মিনিট সময় লাগে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, হাইফ্লো নেজাল ক্যানোলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড: আতাউল গণি বলেন, আগুনের ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। আইসিউ ওয়ার্ড দশজন রোগি ছিলো। আমরা তাদের দ্রুত সরাতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন, আমরা ৫সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, রোগিদের সরিয়ে দ্রুত অন্য ওয়ার্ড স্থানান্তর করে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আইসিইউ বন্ধ রয়েছে। আমরা যত দ্রুত সম্ভব আইসিইউ ওয়ার্ড প্রস্তুত করে ফেলবো ।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com