মোঃ আরিফুল ইসলাম,টাঙ্গাইল জেলা প্রতিনিধি।
গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৬১ জন। গত ২২জুন সকাল ৬টা থেকে টাঙ্গাইল ও এলেংগা পৌরসভায় লকডাউন চলছে। তারপরও টাঙ্গাইলে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। ৩৭১টি নমুনা পরীক্ষা করে ১৬১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একদিনে শনাক্তের হার শতকরা ৪৩ দশমিক ৩৯ ভাগ।
আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদররে ৯৫ জন, নাগরপুরে ১ জন, দেলদুয়ার ৭ জন, সখীপুরে ১ জন, মির্জাপুর ৩ জন, বাসাইল ১৪ জন, কালিহাতী ২০ জন, ঘাটাইল ৭ জন, মধুপুর ৮ জন ও ভূঞাপুর ৫ জন নিয়ে মোট ১৬১ জন। জেলায় মোট করোনায় আক্রান্ত ৭ হাজার ১৯৪ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছে ৪ হাজার ৫৬৯জন। মোট মৃত্যু বরন করেছেন ১০৮ জন।
টাংগাইল জেলা সিভিল সার্জন অফিস এসব তথ্য নিশ্চিত করেছে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com