টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. জাকিয়া রশীদ শাফী (৪৮) করোনায় আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সি.এম.এইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
গতকাল সোমবার (২আগস্ট) সন্ধ্যা আনুমানিক ০৬.২০ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি ।
২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. খন্দকার সাদেকুর রহমান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডা. জাকিয়া রশীদ শাফী গত শুক্রবার (২৩ জুলাই) শরীরে জ্বর ও গলাব্যাথা অনুভব করলে ঐ দিনই করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। শনিবার (২৪ জুলাই) তাঁর করোনা পজিটিভ আসে। তারপর থেকে তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। কিন্তু গত শনিবার (৩১ জুলাই) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভেন্টিলেশন সাপোর্টে থাকা অবস্থায় গতকাল সন্ধ্যায় আনুমানিক ০৬.২০ মিনিটে তাঁর মৃত্যু হয়। তিনি আরও জানান, ডা. জাকিয়া একজন স্বনামধন্য গাইনী সার্জন ছিলেন।
ডা. জাকিয়ার মৃত্যুতে টাঙ্গাইল জেলা সিভিল সার্জন সহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সকল চিকিৎসক ও সংশ্লিষ্ট সকলে গভীর শোক প্রকাশ করেছেন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com