মোঃ আরিফুল ইসলাম
টাংগাইল জেলা প্রতিনিধি।
আজ ০১ জুলাই কঠোর লকডাউনের প্রথম দিনে টাঙ্গাইলের জেলা শহরসহ প্রত্যেক উপজেলায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। তারই ধারাবাহিকতায় সখীপুর উপজেলায় করোনা সংক্রমণ রোধে সরকার কর্তৃক আদেশকৃত কঠোর বিধি-নিষেধ পরিচালনের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় সখিপুর পৌর এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় উপজেলা নির্বাহী অফিসার চিএা শিকারী,সহকারী কমিশনার (ভূমি)হা-মীম তাবাসসুম প্রভা),সখিপুর উপজেলা অফিসার ইনচার্জ সাইদুল হক ভূইয়া উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন।
এসময় লকডাউন অমান্য করে মাস্ক পরিধান ব্যাতীত বাইরে ঘুরাফেরা করার পাশাপাশি আইন অমান্য করায় ১৭টি মামলায় মোট ৪৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী জানান, সখিপুরে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৮৫ জন।আর আমাদের টাংগাইলে আজ করোনা শনাক্তের হার প্রায় ৫০ শতাংশ। তাই লকডাউন অমান্য করলে শাস্তি বা জরিমানার মুখোমুখি হতে হবে।এসময় তিনি সবাইকে ঘরে থাকার অনুরোধ জানান এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে মাস্ক ও সামাজিক দুরত্ব মেনে চলার অনুরোধ জানান।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com