রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:২১ অপরাহ্ন
মোঃ আব্বাস আলী,(ইয়াস) ক্রাইম তদন্ত,
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার বুজিতলা নামক স্থানে মাটি টানা ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে পঙ্কজ বিশ্বাস (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি একই গ্রামের পশুপতি বিশ্বাসের ছেলে। ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিল্টন খবরের সত্যতা স্বীকার করে জানান, রোববার রাত সাড়ে আটটার দিকে পঙ্কজ বিশ্বাস নিকটস্থ মরিয়া বাজার থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।
তিনি নিজ গ্রামে পৌঁছালে ইটভাটার মাটি টানা ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
গ্রামবাসীর অভিযোগ ঘোড়শাল ইউনিয়নে একাধিক ইটভাটায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। গ্রামীন সড়ক ব্যবহার করে ভারী যানবাহন চলায় এলজিইডির রাস্তাগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিনা অনুমতিতে কৃষিজমি থেকে মাটিকাটা বা পুকুর খনন নিষিদ্ধ করলেও তা মানা হচ্ছে না। ঝিনাইদহে জেলা প্রশাসন অনেকটা দেখেও না দেখার ভান করছেন বলে অভিযোগ। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হওয়ার কথা স্বীকার করেছেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।