নিজস্ব প্রতিনিধি (সাতক্ষীরা):
২০২১/২০২২ অর্থ বছর বাজেটের কাবিখা প্রকল্পের কাঁচা রাস্তা সংস্কারের কাজে নাম করে নব্বই শতাংশ অর্থ- আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে।
কলারোয়া উপজেলা ১নং জয়নগর ইউনিয়ন পরিষদের মানিকনগর ৫ নং ওয়ার্ড, উক্ত প্রকল্পের সভাপতি ইউ,পি সদস্য মোঃ মোসলেম উদ্দিন তার প্রকল্পের চারাতোলা মোড় হইতে দুঃখির খাল অভিমুখে রাস্তা সংস্কারের কাজের বিবরণ দিয়ে কাবিখা প্রকল্পের ১লাখ ২০ হাজার টাকার কাজের বরাদ্দ পাই। যাহা প্রকল্পের কাজটি সম্পূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে, সরেজমিনে তথ্য সংগ্রহের সময় মাটি কাটার দলের সরদার মানিকনগর গ্রামের আজগর গাজীর ছেলে আরিজুল গাজী জানায়, কাজটি আমার দলের লোক নিয়ে করেছি, জাহা হিসাব করে পাঁচ হাজার মাটি হয়েছে যার মূল্য ২৫ হাজার টাকা , বাদবাকি কাজ এখনো করবে বলে বলেছে। এদিকে স্থানীয়রা জানায়, প্রকল্পের সভাপতি মেম্বর মোসলেম আলী রাস্তার মাটি মেপে হিসাব করে ৫ হাজার মাটি হয়েছে যার মুল্য ২৫০০০/- হাজার টাকা, বাদ বাকি ৯৫ হাজার টাকার কাজ কোথায় করলো সেটা জানা নেই, অর্থাৎ বাকি টাকার কাজ আত্নসাৎ করেছে বলে ধারণা করছে। প্রকল্পের সভাপতি, মেম্বার মোঃ মোসলেম উদ্দিন বলেন, কাজ এখনো শেষ হয়নি বাকি কাজ মাটির সংকটের কারনে ধানকাটার পরে করা হবে। উক্ত বিষয়টি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান, এর কাছে জানার জন্য সাক্ষাৎ না পাওয়ায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com