জ্বালানি তেলের আকষ্মিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস। আজ মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক মানববন্ধনে দলটির চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়বে জনজীবনের নানা ক্ষেত্রে।
বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ ইয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে এ্যাডঃ কাজী রেজাউল হোসেন আরো বলেন, জ¦ালানী তেলের এই আকষ্মিক দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবন আরো কঠিন হয়ে উঠবে। তেলের দাম বৃদ্ধির আগে সরকারকে সব মহলের মতামত নেয়া উচিৎ ছিল। এই বৃদ্ধির মাধ্যমে সব ক্ষেত্রে পণ্যের উৎপাদন ও পরিবহন ব্যয় বাড়বে। ফলে দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়ে যাবে।
বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের অযুহাতে তেলের মূল্য যে নজিরবিহীনভাবে বাড়ানো হয়েছে তা যুক্তিযুক্ত নয়। আন্তর্জাতিক বাজারে জ¦ালানি তেলের মূল্যের সাথে সমন্বয়ের কথা বলা হলেও বিষয়টি জনসম্মুখে ষ্পষ্ট করা হয়নি। কেননা সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কিছুটা কমেছে।
এ্যাডঃ কাজী রেজাউল হোসেন জনদূর্ভোগের কথা বিবেচনায় নিয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়টি পূনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন। অস্বাভাবিক লোডশেডিং ও জ¦ালানি তেলের আকষ্মিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কংগ্রেসের ভাইস-চেয়ারম্যান এ্যাডঃ শফিকুল ইসলাম, জাগপা’র সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বাংলাদেশ মানবাধিকার আন্দোলন-এর চেয়ারম্যান খাজা মহিবুল্লাহ শান্তিপুরী, গণঅধিকার পার্টির মহাসচিব মোঃ আব্দুস সাত্তার, বাংলাদেশ নাগরিক জোট (বিএনজে)-এর চেয়ারম্যান এইচ. সিদ্দিকুর রহমান খোরশেদ, গণরাজনৈতিক জোট-গর্জো’র সভাপ্রধান সৈয়দ লিটু, বাংলাদেশ পিপপলস পার্টির চেয়ারম্যান মোস্তফা কামাল বাদল, এনডিএম’র সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল মোর্শেদ হীরক, দলের ন্যাশনাল সিনেটের সদস্য এ্যাডঃ মোঃ মিজানুর রহমান, এ্যাডঃ মোঃ জিয়াউর রশিদ, এম এ মুঈদ খান আরিফ, নাজমুল হক বাদল, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রভাষক মোস্তফা আনোয়ার ভূইয়া রিপন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফজে আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মিজানুর রহমান, সহ-অর্থ সম্পাদক রেদোয়ান হোসেন, নির্বাহী সদস্য তোফায়েল আহমেদ ও আবুল হোসেন, ঢাকা মহনগর উত্তরের আহবায়ক আলমগীর কবির প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com