স্টাফ রিপোর্টারঃ পরিকল্পনা করেই এবার সামনের দিকে হাঁটতে চান ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’র জেসিয়া ইসলাম। আগের মতো খেয়ালীপনা নয়, অভিনয়ে এখন বেশ সিরিয়াস এ গ্ল্যামারকন্যা। এখন টার্গেট তার নিজের অবস্থান পাকাপোক্ত করা। তার ভাষ্য, ক্যারিয়ারের বেশ কিছু সময় পরিকল্পনা ছাড়াই চলেছি। তবে এবার আর তেমন ভাবে নিজেকে দেখতে চাই না। নিজের জন্য এবং দর্শকের জন্য কিছু ভালো কাজ করতে চাই। চ্যালেঞ্জিং চরিত্রের পাশাপাশি নতুন কিছু চরিত্রে কাজ করার জন্য আমি আগ্রহী। সত্যি বলতে, একজন পরিপূর্ণ অভিনেত্রী হতে চাই।
নাগরিক টিভিতে প্রচার হচ্ছে জেসিয়ার ‘গোল্লাছুট’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক। এটি রচনা ও পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। এরইমধ্যে নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এছাড়া ভালোবাসা দিবসে এ অভিনেত্রীকে দেখা গেছে ‘বর্ণপরিচয়’ শিরোনামের একটি নাটকে। এতে তিনি জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা এফ এস নাঈমের সঙ্গে। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’র সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর ‘ছবির প্রতিচ্ছবি’ শিরোনামের টেলিছবির মধ্য দিয়ে ছোট পর্দায় জেসিয়ার অভিষেক হয়। ফয়েজ রেজার রচনা ও পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন সালমান মুক্তাদির।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com