ফুয়াদ খন্দকার জামালপুর। জামালপুরে জেলাপর্যায়ে বন্যা পূর্বাভাস তথ্য প্রদানকারী দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৫ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। স্কেলিং আপ ফ্লাড ফোরকাস্ট বেসড আ্যকশন এন্ড লার্নিং ইন বাংলাদেশ সুফল ২ প্রকল্প এবং স্ট্রেংদেন কমিউনিটি রেজিলিয়েন্স থ্রু ফ্লাড ফোরকাস্ট বেইজড আর্লি আ্যকশন প্রকল্পে কাজ করছে ইএসডিও, কেয়ার বাংলাদেশ এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ। কারিগরি সহযোগিতায়, রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম ফর আফ্রিকা এন্ড এশিয়া (রাইমস)। উক্ত প্রশিক্ষণের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোখলেছুর রহমান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বাবু, সিভিল সার্জন প্রণয় কান্তি দাশ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রকল্প কর্মকর্তা আমির হোসেন, ইসলামী রিলিফ জামালপুরের প্রতিনিধি তাহসিন আজিজ। প্রশিক্ষনে কৃষি, শিক্ষা,ফায়ার সার্ভিস,ব্রাক, সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন এনজিওর প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বন্যার আগাম পূর্বাভাস, আপদকালীন সময়ে করণীয় এবং বন্যা পরবর্তী সময়ে কাজ সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন। জামালপুর একটি বন্যা কবলিত জেলা, প্রতিবছরই ছোট-বড় বন্যা হয়ে থাকে।তাই বন্যার পূর্বাভাস সম্পর্কে জনসাধারণকে আগে থেকেই সচেতন করতে পারলে বন্যার ক্ষয়ক্ষতি কম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com