মোঃ রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় করোনা ভাইরাস(কোভিড-১৯) মোকাবেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২২ মার্চ) উপজেলা চত্বর, নাইট চত্বর, মৌলভীবাজার রোড, বড়লেখা রোডসহ বিভিন্ন এলাকায় বাজার তদারকি কার্যক্রমের পাশাপাশি করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয় । বর্তমান সময়ে হঠাৎ করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং সবাইকে সমাজিক দুরত্ব বাজায় রাখাসহ সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করা হয়। করোনা সংক্রমণ রোধে এই ধরণের কার্যক্রম চলমান থাকবে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com