আব্দুল্লাহ আল তৌহিদ
নোবিপ্রবি
জুলাই আন্দোলনে সরাসরি হামলার অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ আল মামুন নামের (নোবিপ্রবি) এক কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করে দিয়েছে শিক্ষার্থীরা। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-স্কুল বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা যায়। এমনকি কর্মরত অবস্থায় নোবিপ্রবি শাখা ছাত্রলীগের কর্মীসভায় কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বলে জানা যায়৷ বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সেকশন অফিসার হিসাবে কর্মরত রয়েছেন।
বুধবার (৯ জুলাই) দুপুরে শিক্ষার্থীরা ঐ কর্মকর্তাকে নিজ কর্মস্থল থেকে ধরে প্রক্টর অফিসে নিয়ে যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে নিজেদের জিম্মায় নেন এবং পুলিশের কাছে সোপার্দ করে দেন।
আটকের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মো: আশরাফ আরেফিন নামে এক ব্যক্তি পোস্ট করেন, ১৫ই জুলাই, ২০২৪। ঢাবি ভিসি চত্বরে আমার উপর হামলাকারী ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকে আটক করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। দৃষ্টান্তমূলক বিচার হোক যেন পরবর্তীতে আর কেউ এমন হামলা করার সাহস না দেখাতে পারে।
এ বিষয়ে অভিযুক্ত আইন বিভাগের সেকশন অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন : ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার যে ছবিতে আমাকে দেখানো হচ্ছে সেই ব্যাক্তি আমি নই, এ ছবিটি এডিট করা বলে তিনি দাবি করেন। তিনি আরো জানান, আইন অনুযায়ী যদি তদন্ত সাপেক্ষে এই ব্যাপারে সত্যতার প্রমাণ মেলে তাহলে আইন অনুযায়ী সে যে কোন প্রকার শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ ফ ম আরিফুর রহমান বলেন, আমরা শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আইন বিভাগে কর্মরত শাখা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে পুলিশের কাছে হস্তান্তর করি। তার বিরুদ্ধে আনিত আভিযোগ তদন্তের জন্য ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়া সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com