স্বাস্থ্য ডেস্কঃ পরীক্ষা-নীরিক্ষা ছাড়াই আপনি সুস্থ না কি অসুস্থ তা বোঝার উপায় রয়েছে। বিভিন্ন শারীরিক লক্ষণ রোগের বার্তা দেয়। এই যেমন জিভের কথাই ধরা যাক, জিভ দেখেই বোঝা সম্ভব আপনি সুস্থ না অসুস্থ! এমনকি আপনি কেমন মানুষ তাও জানা যায় জিভ দেখে।
শরীরে তিলের অবস্থান যেমন ব্যক্তিত্বের অনেক অজানা দিককে প্রকাশ করে। ঠিক তেমনই মানুষের জিভের রঙ, আকারও ভবিষ্যৎ ভাগ্যের ইঙ্গিত দেয়।
কালো জিভ
জিভ কালো হলে কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন। এরা দীর্ঘদিন এক চাকরি করতে পারেন না। ব্যবসা করলেও ঘন ঘন বদলান। জীবনে স্থিরতা কম। অর্থনৈতিক অনিশ্চয়তার আশঙ্কা থাকে।
হলুদ জিভ
হলুদ জিভ যাদের, তাারা রোগভোগে ভোগেন ঘন ঘন। অত্যন্ত দুর্বল বিচারবুদ্ধির অধিকারী হন এরা।
লাল জিভ
যাদের জিভ লাল, দেখা গিয়েছে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পেয়ে থাকেন তারা। কোনওকিছুতেই সাফল্য এদের অধরা থাকে না। নিজেদের লক্ষ্যে পৌঁছান।
দুই রঙের জিভ
দুই রঙের জিভ যাদের, তারা কোনও নিয়ম মানেন না। এদের স্বাস্থ্যজনিত সমস্যায়ও প্রচুর।
মোটা জিভ
মোটা জিভের ব্যক্তিরা কঠোর স্বভাবের হয়। রূঢ় কথা বলেন। এদের ভেবেচিন্তে কথা বলা উচিত। কারণ কথা বলার ধরনের জন্য মানুষ ভুল বুঝতে পারে।
জিভে তিল
জিভে তিল থাকলে, তারা ভালো বক্তা হন। ভালো রাজনীতিবিদ থেকে কূটনীতিবিদ হতে পারেন তারা। তবে অত্যধিক তাড়াহুড়া করার প্রবণতা থাকে এদের। যার ফলে নিজের ক্ষতি করে ফেলেন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com