ডেস্ক রিপোর্টঃ
জালিয়াতির মাধ্যমে প্রতারণার, উদ্দেশে জাল অঙ্গীকার নামা সৃষ্টি করে মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করতে গিয়ে বাদী নিজেই কারাগারে।
গত ২৯ সেপ্টেম্বর রোজ রবিবার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমল আদালত মৌলভীবাজাররে অভিযুক্ত মো: সাফাত আলী (৪০) পিতা- মোহাম্মদ আলী,মাতা- মোছা:পৌরশ বিবি, সাং -পশ্চিম ভাড়াউড়া, ডাকঘর-শ্রীমগল -৩২১০,থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার, জাতীয় পরিচয় পত্র নং- ১৪৮০৭২৮৮০৫।বাদী হয়ে অত্র আমলী আদালতে সকাল ১১.০০ ঘটিকার সময় নিজের তৈরি কৃত কাগজ পত্র দাখিল পূর্বক শ্রীমঙ্গল থানাধীন রুপসপুর গ্রামের আব্দুল জলিল ও সাইদুল হক এর বিরুদ্ধে মামলা করতে গেলে আদালত সাফাত আলীর কাগজ পত্র পর্যালোচনা কালে দাখিল কৃত অঙ্গীকার নামা নকল হিসাবে সন্দেহ হলে অভিযুক্ত সফাত আলীকে বিজ্ঞ আদালত তাৎক্ষণিক আটক এর নির্দেশ প্রদান করেন। অভিযুক্ত সফাত আলী নিজেই জালিয়াতির বিষয় আদালতে স্বীকার করেন পরবর্তীতে বিজ্ঞ বিচারক জনাব এম মিছবাহ উর রহমান নিজেই বাদী হয়ে অভিযুক্ত সাফাত আলীকে আসামি করে মাননীয় অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালত মৌলভীবাজার এ সি আর৭০৫ /২৪( সদর) ধারা৪৬৫/৪৬৮/৪৭১/২১১ দ:বি: মামলা দায়ের করেন এবং অভিযুক্ত সফাত আলীকে জেল হাজতে প্রেরন করেন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com