শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
মহাম্মদ ওসমান গনি চৌধুরী :
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন জামেয়া ইসলামিয়া জিরি’র মহিলা মাদ্রাসার নতুন ক্যাম্পাস উদ্বোধন ও পবিত্র কোরআন হিফজ সমাপনকারী হাফেজাদের সম্মাননা প্রদান উপলক্ষে এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত সভার সম্মানিত সভাপতি ও জামেয়া জিরির মহা পরিচালক জনাব হাফেজ মওলানা খোবাইব (দাঃ বাঃ)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মীর সালাম সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলহাজ্ব এনামুল হক এনাম।
এছাড়াও অনুষ্ঠানে আমি সহ এলাকার সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দ্বীনি শিক্ষার প্রসার ও নারীদের ইসলামী শিক্ষায় গড়ে তোলার ক্ষেত্রে এই নতুন ক্যাম্পাস একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। পাশাপাশি হিফজ সমাপনকারী হাফেজাদের সম্মাননা প্রদান কোরআনের খেদমতে আগ্রহী শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।