আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম:
জামালপুরে জেলা কারাগারে আমজাদ হোসেন (৫৫) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। ৩ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে জামালপুর জেনারেল হাসপাতলে নেওয়ার পথে তিনি মারা যান। তার কয়েদী নং৩১৩৯/এ। কারাগার সুত্রে জান যায় তিনি একটি প্রতারণার মামলায় ৪২০ ধারায় আদালতের রায়ে চলতি বছরের আগস্ট মাস থেকে এক বছরের সশ্রম কারাদন্ড ভোগ করছিলেন।
আমজাদ হোসেন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ভালুকা এলাকার সৈয়েদুর রহমানের ছেলে।
জেলার আবু ফাহ্ত্তাহ গণমাধ্যমেকে বলেন, কয়েদী আমজাদ হোসেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তিনি যোহর নামাজ পড়ার পর পরিবারের সাথে মোবাইলে কথাও বলেছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
জামালপুর জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক চিরঞ্জিৎ সরকার সংবাদ মাধ্যমকে বলেন, কারগারের ফার্মাসিস্ট আ. হামিদসহ কারারক্ষীরা কয়েদী আমজাদ হোসেনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com