খন্দকার রাজু আহমেদ ফুয়াদ,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
(২৫ জুন )শুক্রবার বিকেলে সরিষাবাড়ী পৌর এলাকার বাউসি বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার কামরাবাদ ইউনিয়নের ডিগ্রি পাঁছবাড়ি গ্রামের শহিদ মিয়ার ছেলে কবির হোসেন (২০) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেলকি কাঠালতলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সেলিম মিয়া (১৯)। তারা উভয়ই পেশায় ট্রাক চালক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে দিগপাইত উপশহর থেকে আল্লাহর দান (ঢাকা-সরিষাবাড়ী) পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৫-৩৩২৪) সরিষাবাড়ীর দিকে যাচ্ছিল । এসময় বিপরীত দিক থেকে আসা দিগপাইতগামী একটি মোটরসাইকেলের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা কবির ও সেলিম ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) পুলিশ পরিদর্শক আব্দুল মজিদ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দু'জনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com