ফুয়াদ খন্দকার, জামালপুর প্রতিনিধি:
জামালপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী কারাতের প্রশিক্ষন শেষ হয়েছে।
মঙ্গলবার ( ২১মার্চ) বিকালে মির্জা আজম হ্যান্ডবল স্টেডিয়াম মাঠে মার্শাল আর্ট ফাউন্ডেশন (এম এ এফ) এর আয়োজনে ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ৮০জন ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে তিনদিন ব্যাপী কারাতে প্রশিক্ষন শেষ হয়েছে।
এ সময় প্রশিক্ষণ সমাপনী এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তানভীর আহমেদ হীরার সঞ্চালনায়, সভাপতিত্ব করেন মার্শাল আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিক মোরশেদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহরিয়ার উজ্জল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি খেলোয়াড় আমিন রানা, মার্শাল আর্ট ফাউন্ডেশনের পরিচালক শোয়েব হোসেন, নতুন কুড়ি স্কুলের পরিচালক হাসান জামান কল্লোল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বর্তমান সময়ে ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলার কোন সুযোগ পায়না। তাই সুস্থতা ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। এই ধরনের চর্চা অব্যাহত থাকলে দেশে ভাল মানের জাতীয় খেলোয়ার তৈরি হবে। সেই সাথে মার্শাল আর্টকে সামনে দিকে এগিয়ে নিতে জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহরিয়ার উজ্জল জানান, নবগঠিত কমিটি আসার পর থেকে এখানে সব ধরনের খেলাধূলা চলমান রয়েছে। বর্তমান প্রজন্মকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করতে অভিভাবকদের আহ্বান জানান।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com