ফুয়াদ খন্দকার, জামালপুর।
জামালপুরের দেওয়ানগঞ্জে আকলিমা খাতুন (২৭) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।
নিহত আকলিমা খাতুন দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুটারচর গ্রামের আলী হোসেনের মেয়ে।
বৃহস্পতিবার (২৫ মে) সকালে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের নয়াগ্রাম এলাকার মুল্লুক মিয়ার ছেলে হেলাল উদ্দিন (৪৫) এর বাড়ি থেকে এক সন্তানের জননী গৃহবধূ আকলিমার লাশ উদ্ধার করেছে পুলিশ ।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলে আসছিল ,এ নিয়ে তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগে থাকত । গতকাল রাতে ( বুধবার) ধান নিয়ে দুজনের মধ্য কথা কাটা কাটির এক পর্যায়ে হেলাল, তার স্ত্রী আকলিমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তাতেই তার মৃত্যু হয় ।
নিহত আকলিমার মা বেহুলা বেগম জানান, ৭ বছর ধরে হেলালের সাথে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে হেলাল আমার মেয়েকে নির্যাতন করত। নির্যাতনের কারণে আমার মেয়েকে বাড়িতে নিয়ে আসি। ঘটনার ১১ দিন আগে তার স্বামী কৌশলে তার বাড়িতে ডেকে নিয়ে আমার মেয়েকে হত্যা করে ।
দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী বলেন, হত্যার খবর পেয়ে ঘটনাস্থল পরির্শন করে প্রাথমিকভাবে তদন্তে জানাগেছে,পারিবারিক মনোমালিন্যর জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় স্বামীকে আটক করেছি। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী হেলাল এই হত্যার দায় স্বীকার করেন। ইতিমধ্যেই একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com